জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের অনেক দিনের চাওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জকসু)। সম্প্রতি জকসু ও সম্পূরক বৃত্তির দাবিতে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচিও পালন করেছে ও ভিসি ভবন ঘেড়াও করেছে।
জকসু নিয়ে এক প্রশ্নের উত্তরে জবি ভিসি ড. মোঃ রেজাউল করিম বলেন, "অন্য বিশ্ববিদ্যালয়ের মতো আমাদের জকসু আইন করা নেই, তাই আমাদের শূন্য থেকে কাজ করতে হচ্ছে। আমরা এই প্রক্রিয়া অনেকদূর এগিয়ে নিয়ে গেছি যা শিক্ষার্থীরাও জানেন। এটা নিয়ে একটা উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সাথে কিছুদিন আগেই শিক্ষার্থীদের একটা মিটিং করে সরাসরি মন্তব্যও নিয়েছে তারা।"
তিনি আরো বলেন," আমি জকসু নির্বাচন দেওয়ার পক্ষে শতভাগ আছি। জকসু আইনে যেনো শিক্ষার্থীদের মতামত প্রতিফলিত হয় তাই সরাসরি তাদের মতামত নেওয়া হয়েছে এবং সেগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। "
কখন জকসু নির্বাচন হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "এটা নিয়ে আমি সরাসরি কিছু বলতে চাই না। সময়মতো যদি আমরা আইন পাশ করাতে পারি তাহলে আমরা জকসুও পাবো।"
একুশে সংবাদ/এ.জে