তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টানা দুই জয় তুলে নিয়ে আগেই শিরোপা নিশ্চিত করেছে বাংলাদেশ দল। এবার লক্ষ্য পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে পুরনো হিসাব চুকানো। সেই অভিযানে বৃহস্পতিবার (২৪ জুলাই) সিরিজের শেষ ম্যাচে মাঠে নেমেছে লিটন দাসের নেতৃত্বাধীন দল।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে।
সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস ভাগ্য ছিল বাংলাদেশের পক্ষে। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক লিটন দাস।
বাংলাদেশ একাদশ-
তানজিদ হাসান, নাইম শেখ, লিটন দাস (অধিনায়ক), মেহেদী মিরাজ, শামীম হোসেন, জাকের আলী, শেখ মেহেদী, সাইফউদ্দিন, নাসুম আহমেদ, শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ।
একুশে সংবাদ/এ.জে