আন্তর্জাতিক নারী ফুটবলে র্যাংকিংয়ে দারুণ অগ্রগতি দেখিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৭ আগস্ট) প্রকাশিত হালনাগাদ ফিফা নারী র্যাংকিংয়ে ২৪ ধাপ এগিয়ে ১০৪ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ নারী ফুটবল দল।
এর আগে ১২ জুন প্রকাশিত তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১২৮তম। নতুন র্যাংকিংয়ে সবচেয়ে বড় অগ্রগতি দেখা গেছে বাংলাদেশেরই, অন্য কোনো দল এত ধাপ এগোয়নি।
তবে আশা ছিল, শতকের ভেতরে জায়গা করে নিতে পারবে সাবিনারা। সেই লক্ষ্য থেকে কিছুটা দূরে থেকেই ১০৪ নম্বরে অবস্থান নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
২০২৬ সালের এএফসি নারী এশিয়ান কাপের বাছাই পর্বে জায়গা পাওয়া ১২ দলের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল সর্বনিম্নে। হালনাগাদ র্যাংকিংয়েও ওই অবস্থান অপরিবর্তিত রয়েছে।
বিশ্ব নারী ফুটবলের সামগ্রিক চিত্রেও এসেছে কিছু পরিবর্তন। শীর্ষস্থান দখল করেছে স্পেন, যারা এক ধাপ এগিয়ে ইউরো রানার্সআপ হওয়ার সুবাদে শীর্ষে উঠেছে। যুক্তরাষ্ট্র এক ধাপ পিছিয়ে এখন দ্বিতীয়। তিন ধাপ এগিয়ে সুইডেন অবস্থান করছে তৃতীয় স্থানে। ইউরো জয়ী ইংল্যান্ড চতুর্থ এবং জার্মানি দুই ধাপ পিছিয়ে নেমেছে পঞ্চম স্থানে। নারী কোপা চ্যাম্পিয়ন ব্রাজিল তিন ধাপ পিছিয়ে এবার সাতে নেমে গেছে।
একুশে সংবাদ/এ.জে