এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নামবে বাংলাদেশ দল। তবে ব্যক্তিগত কারণে এই সিরিজে থাকছেন না অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
পরিবারে নতুন সদস্যের আগমনের অপেক্ষায় আছেন মিরাজ। দ্বিতীয়বারের মতো বাবা হতে যাচ্ছেন তিনি। তাই স্ত্রী-সন্তানের পাশে থাকার জন্য ২০ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি নিয়েছেন এই অলরাউন্ডার। বিসিবির একটি সূত্র জানিয়েছে, তার ছুটির আবেদন অনুমোদন করা হয়েছে।
নেদারল্যান্ডস দল আগামী ২৬ আগস্ট ঢাকায় পৌঁছাবে। সিলেটে ৩০ আগস্ট, ১ সেপ্টেম্বর ও ৩ সেপ্টেম্বর সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
এদিকে মঙ্গলবার (১৯ আগস্ট) জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সভায় বোর্ড পরিচালক ও কোচিং স্টাফ উপস্থিত ছিলেন। বৈঠকে উইকেটের মানোন্নয়ন, খেলোয়াড়দের শৃঙ্খলা রক্ষা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
একুশে সংবাদ/এ.জে