AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এশিয়া কাপে কখন ও কোথায় খেলবে বাংলাদেশ? প্রকাশিত হলো পূর্ণাঙ্গ সূচি


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১১:২০ পিএম, ৩ আগস্ট, ২০২৫

এশিয়া কাপে কখন ও কোথায় খেলবে বাংলাদেশ? প্রকাশিত হলো পূর্ণাঙ্গ সূচি

দীর্ঘ অপেক্ষা আর নানা জটিলতার পর এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) প্রকাশ করেছে এবারের এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি। শনিবার (২ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে টুর্নামেন্টের ভেন্যু ও ম্যাচের সময়সূচি জানায় সংস্থাটি।

চলতি আসরের সব ম্যাচ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের দুটি মাঠে— আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়াম ও দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশ দল গ্রুপ পর্বের সবগুলো ম্যাচই খেলবে আবুধাবিতে। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে প্রতিটি ম্যাচ।

বাংলাদেশের গ্রুপ পর্বের সূচি:

  • ১১ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম হংকং- আবুধাবি - রাত ৮টা

  • ১৩ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা- আবুধাবি - রাত ৮টা

  • ১৬ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম আফগানিস্তান- আবুধাবি - রাত ৮টা

গ্রুপ পর্ব শেষে দুই গ্রুপের শীর্ষ দুটি দল নিয়ে হবে সুপার ফোর পর্ব। সেখানে প্রত্যেক দল একে অপরের বিপক্ষে একবার করে মুখোমুখি হবে। এরপর সেরা দুই দল খেলবে ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে ফাইনাল।

টুর্নামেন্টের মোট ১৯টি ম্যাচের মধ্যে ১১টি হবে দুবাইয়ে, যার মধ্যে রয়েছে ফাইনাল ম্যাচটিও। বাকি ৮টি ম্যাচ হবে আবুধাবিতে, যার মধ্যে বাংলাদেশ দলের সব গ্রুপ ম্যাচও রয়েছে।

এই সূচি অনুযায়ী লিটন দাস ও তাসকিন আহমেদদের নেতৃত্বে এশিয়া কাপের লড়াইয়ে নামছে বাংলাদেশ দল, যারা টুর্নামেন্টে নিজেদের প্রথম শিরোপার জন্য লড়বে মরুর বুকে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!