AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উলিপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন



উলিপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কুড়িগ্রামের উলিপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) সকালে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে উপজেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।

পরে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিজয় মঞ্চে সমবেত হয়। সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। বিজয় মঞ্চের সমাবেশে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হামিদুল ইসলাম হামিদের সঞ্চালনায়, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম বিল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন—পৌর স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-প্রচার সম্পাদক আক্তারুজ্জামান রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল আরমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজ্জাকুল হোসেন রিপন প্রমুখ।

আলোচনা সভা শেষে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

দিবসটি ঘিরে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ র‌্যালিতে যোগ দেন। তাদের মধ্যে উপস্থিত ছিলেন—জেলা বিএনপির সাবেক সভাপতি ও চেয়ারপারসনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য তাসভীর-উল ইসলাম, সাবেক মেয়র ও উপজেলা চেয়ারম্যান, উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিঞা, যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ সরকার ও এরশাদুল হাবিব নয়ন, পৌর বিএনপির আহ্বায়ক নুর মুহাম্মদ, জেলা ও উপজেলা ছাত্রদল, যুবদলসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিকেলে উলিপুর শহরের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয় এবং গুরুত্বপূর্ণ পাঁচটি স্থানে ডাস্টবিন স্থাপন করা হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে ফলজ ও বনজ বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

 

একুশে সংবাদ/কু.প্র/এ.জে

Link copied!