ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নিজেদের দেশের ছয় নাগরিককে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে। বর্তমানে নারী-শিশুসহ ওই ছয়জন ভারতীয় নাগরিক চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের হেফাজতে রয়েছেন।
প্রায় দুই মাস ধরে তারা চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগরে অবৈধভাবে বসবাস করছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ। তিনি জানান, তাদের নাগরিকত্ব যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, দিল্লিতে ইটভাটায় কাজ করা ওই ছয়জনকে ভারতীয় পুলিশ ২৪ জুন গ্রেপ্তার করে এবং ২৬ জুন কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করে বিএসএফ। এরপর তারা চাঁপাইনবাবগঞ্জে এসে অবৈধভাবে বসবাস শুরু করেন।
ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মুরারই থানার বাসিন্দা এই ছয়জন হলেন—মো. মন্নু শেখের ছেলে মো. দানেশ (২৮), মো. ভোদু শেখের মেয়ে সোনালী বেগম (২৬), সেরাজুল শেখের মেয়ে সুইটি বিবি (৩৩), আজিজুল দেওয়ানের ছেলে কুরবান দেওয়ান (১৬), ইমাম দেওয়ান (৬), মো. দানেশের ছেলে মো. সাব্বির (৮)।
একুশে সংবাদ/চ.প্র/এ.জে