দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে প্রকাশিত হলো এবারের এশিয়া কাপের সূচি। সংযুক্ত আরব আমিরাতে ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এশিয়ান ক্রিকেটের মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতা। মঙ্গলবার (২৪ জুলাই) এক বিবৃতিতে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আনুষ্ঠানিকভাবে সূচি প্রকাশ করে।
এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট ৮টি দল। অংশগ্রহণকারী দলগুলো দুই গ্রুপে বিভক্ত। পাঁচটি পূর্ণ সদস্য দলের সঙ্গে খেলার সুযোগ পেয়েছে হংকং, ওমান এবং স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।
গ্রুপ পর্বের ম্যাচসমূহ
তারিখ | দলসমূহ |
---|---|
৯ সেপ্টেম্বর | আফগানিস্তান vs হংকং |
১০ সেপ্টেম্বর | ভারত vs ইউএই |
১১ সেপ্টেম্বর | বাংলাদেশ vs হংকং |
১২ সেপ্টেম্বর | পাকিস্তান vs ওমান |
১৩ সেপ্টেম্বর | বাংলাদেশ vs শ্রীলঙ্কা |
১৪ সেপ্টেম্বর | ভারত vs পাকিস্তান |
১৫ সেপ্টেম্বর | (i) শ্রীলঙ্কা vs হংকং (ii) ইউএই vs ওমান |
১৬ সেপ্টেম্বর | আফগানিস্তান vs বাংলাদেশ |
১৭ সেপ্টেম্বর | (i)পাকিস্তান vs ইউএই (ii)শ্রীলঙ্কা vs আফগানিস্তান |
১৮ সেপ্টেম্বর | শ্রীলঙ্কা vs আফগানিস্তান |
১৯ সেপ্টেম্বর | ভারত vs ওমান |
Super Four পর্ব
> ২০ সেপ্টেম্বর: B1 vs B2
> ২১ সেপ্টেম্বর: A1 vs A2
> ২৩ সেপ্টেম্বর: A2 vs B1
>২৪ সেপ্টেম্বর: A1 vs B2
> ২৫ সেপ্টেম্বর: A2 vs B2
> ২৬ সেপ্টেম্বর: A1 vs B1
ফাইনাল
>২৮ সেপ্টেম্বর: সেরা দুই দল ফাইনালে মুখোমুখি হবে
গ্রুপ ‘এ’-তে রয়েছে ভারত, পাকিস্তান, ওমান এবং সংযুক্ত আরব আমিরাত।
গ্রুপ ‘বি’-তে খেলবে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং হংকং।
বাংলাদেশ ১১ সেপ্টেম্বর নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে হংকংয়ের। এরপর ১৩ সেপ্টেম্বর মাঠে নামবে শ্রীলঙ্কার বিপক্ষে। ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে টাইগাররা।
ভারত-পাকিস্তানের বহু প্রতীক্ষিত ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ১৪ সেপ্টেম্বর। তবে সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনে এই ম্যাচ ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
৯ সেপ্টেম্বর আফগানিস্তান ও হংকংয়ের মধ্যকার ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হবে। গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপের সেরা দুটি দল খেলবে সুপার ফোরে, যা শুরু হবে ২০ সেপ্টেম্বর। শেষ পর্যন্ত ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ।
একুশে সংবাদ/এ.জে