বাংলাদেশ নারী ফুটবলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার জন্য বাড়ি নির্মাণের সম্পূর্ণ ব্যয় বহন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার অনুষ্ঠিত বিসিবির বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভাটি রাত ৯টা পর্যন্ত চলে, যেখানে সভাপতিত্ব করেন আমিনুল ইসলাম বুলবুল। অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে অনলাইনে যুক্ত হয়ে তিনি মিটিং পরিচালনা করেন। সভা শেষে পরিচালক নাজমুল আবেদিন ফাহিম, ইফতিখার রহমান মিঠু ও শফিকুল ইসলাম স্বপন যৌথভাবে গণমাধ্যমকে সিদ্ধান্তের বিষয়গুলো জানান।
রাঙামাটির প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দা ঋতুপর্ণা পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য। বাবা ও ভাইয়ের মৃত্যুর পর সংসার চালানো ও অসুস্থ মায়ের চিকিৎসার ব্যয় বহন করায় নিজের জীর্ণ-শীর্ণ বাড়ি মেরামত বা নির্মাণের সুযোগ পাননি তিনি।
২০২৪ সালে তার গোলেই সাফ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নারী ফুটবল দল। গত মাসে মিয়ানমারকে হারিয়ে এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জনের ম্যাচেও তিনি করেছিলেন জোড়া গোল। দেশের হয়ে এমন সাফল্যের স্বীকৃতিস্বরূপ তার বাড়ি নির্মাণে পাশে দাঁড়াচ্ছে বিসিবি।
একুশে সংবাদ/এ.জে