AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চমক রেখে এশিয়া কাপের দল ঘোষণা করল ভারত


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:৩৫ পিএম, ১৯ আগস্ট, ২০২৫

চমক রেখে এশিয়া কাপের দল ঘোষণা করল ভারত

এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ভারত। আগের মতোই দলের নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব, আর সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন শুভমান গিল।

শুভমানকে শেষ কয়েকটি সিরিজে দেখা যায়নি, সেই সময়ে সহ-অধিনায়ক ছিলেন অক্ষর প্যাটেল। তবে এশিয়া কাপের দলে গিলকে ফিরিয়ে আনা হয়েছে।

প্রত্যাশিতভাবে নজরে ছিলেন যশস্বী জয়সওয়াল, কিন্তু মূল দলে জায়গা হয়নি তার। তাকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই তালিকায়। বাদ পড়েছেন শ্রেয়াস আয়ার ও রিয়ান পরাগ। তবে নির্বাচকরা ভরসা রেখেছেন রিঙ্কু সিংয়ের ওপর। উইকেটকিপার হিসেবে সঞ্জু স্যামসনের পাশাপাশি দ্বিতীয় বিকল্প হিসেবে সুযোগ পেয়েছেন জিতেশ শর্মা।

অলরাউন্ডার বিভাগে আছেন হার্দিক পান্ডিয়া ও শিভাম দুবে (পেস বোলিং), এবং অক্ষর প্যাটেল (স্পিন অলরাউন্ডার)। স্পিনে ভরসা রাখা হয়েছে বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদবের ওপর। পেস আক্রমণে আছেন জাসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং ও কেকেআরের তরুণ পেসার হর্ষিত রানা।

মূল দলের বাইরে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে পাঁচজনকে— প্রসিদ্ধ কৃষ্ণা, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল ও যশস্বী জয়সওয়াল। মূল স্কোয়াডের কোনো খেলোয়াড় চোটে ছিটকে গেলে তাদের মধ্য থেকে কাউকে দলে নেওয়া হবে।

ভারতের এশিয়া কাপ দল

সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিভাম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটকিপার), জাসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হর্ষিত রানা ও রিঙ্কু সিং।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!