ফরিদপুরের চরভদ্রাসনে জুই আক্তার (১৩)নামে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় মো: রাজীব বেপারী (১৭) নামে এক জনকে গ্রেপ্তার করেছে চরভদ্রাসন থানা পুলিশ।
বুধবার রাতে চর শালেপুরের পশ্চিম বালিরটেক তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত হলেন চর শালেপুরের পশ্চিম বালিরটেকের লাল্টু বেপারীর ছেলে রাজীব বেপারী (১৭)।
এ বিষয়ে মেয়েটি বাবা রানা বলেন , আমার মেয়েটা কে অপহরণ করে নিয়ে যেয়ে তিন দিন আটকে রেখে ধর্ষণ করে, ওই ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চাই।
চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি)রজিউল্লাহ খান বলেন,গত ২১ জুলাই দুপুর ১২ টার দিকে চরভদ্রাসন থানার গাজিরটেক ইউনিয়নের চর হাজিগঞ্জ সাকিনস্হ কপালীপাড়া মন্দিরের সামনে থেকে রাজীব বেপারী আরো কয়েকজনের সহায়তায় কিশোরীকে অপহরণ করে।
তারা মেয়েটিকে ফুসলাইয়া বিবাহের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক অটো রিকশায় করে অপহরণ করে। শালেপুরের পশ্চিম বালিরটেক তার বাড়িতে ৩ দিন কিশোরীকে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করে রাজীব বেপারী।
তিনি বলেন, মামলার পর বুধবার রাতে চরভদ্রাসন থানার চর শালেপুরের পশ্চিম বালিরটেক অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
একুশে সংবাদ/ফ.প্র/এ.জে