বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল ইতিহাস গড়ে প্রথমবারের মতো এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে। শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৬-১ গোলে হারের পরও সেরা তিন রানার্সআপ দলের একটি হওয়ায় আগামী বছরের এপ্রিলে থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ পেয়েছে আফাইদা খন্দকারের দল।
বাছাই পর্বে ‘এইচ’ গ্রুপে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হওয়া বাংলাদেশের পক্ষে অন্যান্য গ্রুপের ফলাফল অনুকূলে আসায় তারা মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে। এর আগে, তারা স্বাগতিক লাওসকে ৩-১ ও পূর্ব তিমুরকে ৮-০ গোলে হারিয়েছিল।
আগামী এশিয়ান কাপের মূল পর্বে ১২টি দল অংশ নেবে, যেখানে গ্রুপ জয়ী আটটি দল ও সেরা তিন রানার্সআপ থাকবেন। বাংলাদেশ এবারের আসরে প্রথমবারের মতো সেই মূল পর্বে অংশ নিচ্ছে।
একুশে সংবাদ/এ.জে