এশিয়া কাপ ক্রিকেটের সূচি অবশেষে চূড়ান্ত হয়েছে। ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বৈঠকের পরও বিষয়টি অনিশ্চয়তার মধ্যে থাকলেও এবার আনুষ্ঠানিকভাবে তারিখ জানালেন এসিসি চেয়ারম্যান মহসিন নাকভি।
তার ঘোষণা অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর মাঠে গড়াবে এশিয়া কাপের এবারের আসর। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (পূর্বে টুইটার) এক পোস্টে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন।
এশিয়ার শীর্ষ ক্রিকেট প্রতিযোগিতাটির সূচি নির্ধারণ নিয়ে কিছুদিন ধরে আলোচনা চলছিল। সম্প্রতি ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ‘ক্রিকবাজ’ জানিয়েছিল, দুই দিনের মধ্যেই পুরো সূচি প্রকাশ করা হবে। শেষ পর্যন্ত এসিসি প্রধানের ঘোষণার মাধ্যমে এশিয়া কাপের সময়সূচি আনুষ্ঠানিকভাবে জানা গেল।
একুশে সংবাদ/এ.জে