মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সংস্করণে প্রথমবার জয়ের দেখা পেয়েছিল বাংলাদেশ। এবার ওয়ানডেতেও জয় পেয়েছে টাইগাররা। এখন টি-২০ ফরম্যাটে ইতিহাস গড়ার পালা।
তবে স্বাগতিক কিউইদের বিপক্ষে কাজটি মোটেও সহজ হবে না সফরকারীদের। সীমিত ওভারের সিরিজে অবশ্য দারুণ ক্রিকেট খেলতে চায় নাজমুল হোসেন শান্তর দল।
বুধবার নেপিয়ারে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ম্যাচটিতে কিউইদের মাটিতে প্রথমবারের মত টি-২০ জয়ের লক্ষ্যের পাশাপাশি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে টাইগাররা।
বাংলাদেশের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের আশা, টি-২০ ফরম্যাটেও হারের বৃত্ত ভাঙতে সক্ষম হবে বাংলাদেশ। এরইমধ্যে টেস্ট ও ওয়ানডেতে হারের বৃত্ত থেকে বের হতে পেরেছে টাইগাররা।
হাথুরু বলেন, ‘আমরা এখানে এখন পর্যন্ত টি-২০তে একটি ম্যাচও জিততে পারিনি। এমনটা ওয়ানডে ফরম্যাটেও ছিলো। তারপরও আমরা শেষ ওয়ানডেতে জিতেছি।’
এদিকে, সিরিজের প্রথম টি-২০ ম্যাচে তিন পেসার নিয়ে বাংলাদেশের মাঠে নামার সম্ভাবনা বেশি। মূল স্পিনার হিসেবে দায়িত্ব পালন করবেন মিরাজ। ওপেনিংয়ে দেখা যেতে পারে লিটন ও সৌম্যকে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
একুশে সংবাদ/এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

