AB Bank
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

২০২৩ বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারী শাহিন আফ্রিদী!


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:৫২ পিএম, ৩০ আগস্ট, ২০২৩
২০২৩ বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারী শাহিন আফ্রিদী!

ওয়ানডে বিশ্বকাপ ঘনিয়ে আসার সাথে সাথে  মেগা এ ইভেন্টে কোন  খেলোয়াড় সেরা বা কেমন  পারফর্মেন্স করতে পারে তা নিয়ে ইতোমধ্যেই  নিজেদের অভিমত  ব্যক্ত করতে শুরু করেছেন  ক্রিকেট বিশেষজ্ঞরা।  অবশ্য দুর্দান্ত  বোলিং স্পেলের জন্য পাকিস্তানের অন্যতম সেরা ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি  রয়েছেন সমালোচক ও ভক্তদের আলোচনার কেন্দ্রে।

 

আসন্ন মেগা ইভেন্টে তার কাছ থেকে রোমাঞ্চকর  পারফরমেন্স আশা করছেন  পাকিস্তানের ক্রিকেট ভক্তরা। এ  পেস সেনসেশনকে নিয়েই উচ্চাশা পোষন করছেন তারা। অবশ্য ২০২৩ বিশ্বকাপে তাকেই শীর্ষ উইকেট শিকারি হিসেবে বেঁছে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ক্রিকেটার স্যার ভিভ  রিচার্ডস।  

 

বাঁ-হাতি আফ্রিদিকে বর্তমান বিশ্ব নতুন বলের সেরা বোলার হিসেবে বিবেচনা  করা হয় এবং চলমান এশিয়া কাপ ও আসন্ন বিশ^কাপেও পাকিস্তানের বোলিং আক্রমনের নেতৃত্ব দিবেন তিনি।  ভারতে অনুষ্ঠেয় এই বছরের বিশ^কাপে  বল হাতে কে সেরা পারফর্মার হবেন প্রশ্নের জবাবে ক্যারিবীয় কিংবদন্তী স্যার ভিভ পাকিস্তানী  শাহিনের নাম উল্লেখ করে  বলেন,‘ বিশ^কাপে শীর্ষ উইকেট সংগ্রাহক হবেন শাহিন শাহ আফ্রিদি।’

 

পাকিস্তানী এ  স্ট্রাইক বোলারের প্রশংসা করে কিংবদন্তী ওই ক্রিকেটার বলেন, পাকিস্তান সুপার লিগে তিনি এ পেসারের পারফর্মেন্স দেখেছেন। তিনি বলেন,‘ আমি তার (শাহিন) আগ্রাসন দেখেছি। অত্যন্ত দৃঢ়প্রতিজ্ঞ এক ব্যক্তি। আমার দৃষ্টিতে তিনিই ।’

 

এদিকে ইংলিশ ক্রিকেটার অ্যালেক্স হেলসও শাহিনকে ‘নতুন বলের সেরা বোলার’ বলে উল্লেখ করেছেন।

 

হেলস বলেছেন,‘ (শাহিন) সম্ভবত বিশ্বের সেরা সীম বোলার। অবশ্যই সেরা নতুন বল বোলার।’

 

তিনি বলেন, দীর্ঘদেহী বাঁহাতি পোসারের সুইং করা প্রচন্ড গতির বোলিং যে কোন ডান হাঁতি ব্যাটারের জন্যই ‘দু:স্বপ্ন’।

 

একুশে সংবাদ/স ক  

 

Link copied!