দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা আন্তর্জাতিক, ঘরোয়া কিংবা ফ্র্যাঞ্জাইজি টুর্নামেন্টে আগুন বোলিংয়ে প্রতিপক্ষ ব্যাটারদের কাঁপন ধরিয়ে দেন। এবার অন্যরকম সেঞ্চুরি করলেন এই প্রোটিয়া পেসার।
বৃহস্পতিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নতুন এক রেকর্ডে নাম লেখালেন রাবাদা। বৃহস্পতিবার গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নেমেছিল পাঞ্জাব কিংস। এ ম্যাচে আইপিএলে দ্রুততম ১০০ উইকেটের মালিক হন এ ডানহাতি পেসার।
আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন দল গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচে আইপিএলের ইতিহাসে দ্রুততম ১০০টি উইকেট নেওয়ার নজির গড়েছেন কাগিসো রাবাদা। এ কীর্তি গড়তে ৬৪তম ম্যাচ খেলেছেন তিনি।
এদিন মোহালির আইএস বিন্দ্রা স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় ইনিংসে রেকর্ডটি গড়েন রাবাদা। গুজরাট ইনিংসের পঞ্চম ওভারে ঋদ্ধিমান সাহার উইকেটটি তুলে নিয়ে ‘১০০’ উইকেট পূর্ণ করেন ডানহাতি এই পেসার।
একুশে সংবাদ.কম/ডে বা/সম