AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৬ জুলাই, ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দ্বিতীয় দিনের খেলা শুরু


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১১:৫৭ এএম, ১১ মে, ২০২২

দ্বিতীয় দিনের খেলা শুরু

ঘূর্ণিঝড় অশনি’র প্রভাবে বিসিবি একাদশ ও শ্রীলঙ্কার মধ্যকার প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের খেলা শুরু পরেই বন্ধ হয়ে যায়। বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের খেলাও নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয়নি। সকাল ১০টায় খেলা শুরুর কথা থাকলেও বৃষ্টির কারণে ১ ঘণ্টা ৪০মিনিট পর দ্বিতীয় দিনের খেলা শুরু হয়। 

বুধবার বিকেএসপির তিন নম্বর মাঠে সকাল ১১টা ৪০ মিনিটে শুরু হয়ছে দ্বিতীয় দিনের খেলা।

এর আগে মঙ্গলবার বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে টস জিতে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। কিন্তু খেলা শুরু ৩৮ মিনিটেই বৃষ্টি হানা দেয়।  বৃষ্টির কারণে প্রথম দিনে মাত্র ৮.৩ ওভার খেলা হয়।

প্রথম দিনে এক উইকেটে শ্রীলঙ্কার সংগ্রহ ১৪ রান। শ্রীলঙ্কার ক্যাপ্টেন দিমুথ করুনারত্নেকে আউট করেন পেসার  মুকিদুল ইসলাম মুগ্ধ। ব্যক্তিগত ২ রান করে বিদায় নেন এই লঙ্কান। তবে কুশল মেন্ডিস ৫ ও ওশাদা ফার্নন্দো ৭ রান করে অপরাজিত আছেন
 
শ্রীলঙ্কা টেস্ট দল: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কামিল মিশারা, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকভেলা, দিনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, চমিকা করুনারত্নে, সুমিন্দা লক্ষণ, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, অসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, প্রবীণ জয়াবিক্রমা, লাসিথ এমবুলডেনিয়া।

 
বিসিবি একাদশ স্কোয়াড: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম অনিক, এনামুল হক বিজয়, শাহাদাত হোসেন দীপু, জাকির হাসান, মোহাম্মদ সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, রিশাদ হোসেন, মোহাম্মদ এনামুল হক, মুশফিক হাসান, রিপন মণ্ডল, মুকিদুল ইসলাম মুগ্ধ, আমিত হাসান এবং আবু জায়েদ চৌধুরী রাহী।

একুশে সংবাদ/এসএস

Link copied!