AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১


Ekushey Sangbad
মো.শরীফ উদ্দিন, দক্ষিণ আফ্রিকা
০৭:৫৬ পিএম, ১৬ নভেম্বর, ২০২৫

দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১

দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপের মুসলবে এবং ফ্রি-স্টেটের ব্লুমফন্টেইনে পৃথক সড়ক দুর্ঘটনায় ১ বাংলাদেশিসহ ১১ জন নিহত এবং ৩১ জন আহত হয়েছেন।

ওয়েস্টার্ন কেপের মুসলবের করুতব্রাকে সড়ক দুর্ঘটনায় মোঃ হাসান (২৫) নামের এক বাংলাদেশি গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

কমিউনিটি নেতা তপু রায়হান জানিয়েছেন, শনিবার (১৫ নভেম্বর) দুপুর ২টায় দোকানের মালামাল ক্রয় করে পাহাড়ি ঢালু রাস্তায় গাড়ি নামানোর সময় ব্রেক ফেলে তিনি দুর্ঘটনায় পতিত হন। স্থানীয় পুলিশ তাকে মর্মান্তিক অবস্থায় হাসপাতালে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তিনি মারা যান।

নিহত মোঃ হাসান চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বাসিন্দা। চার বছর আগে জীবিকার তাগিদে তিনি দক্ষিণ আফ্রিকায় এসেছিলেন।

এদিকে, ফ্রি-স্টেটের ব্লুমফন্টেইন ও বোটশাবেলোর মধ্যে এন-৮ সড়কে ইন্টারস্টেট বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। গুরুতর আহত ৬ জনসহ মোট ৩১ জন আহত হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনা শনিবার (১৫ নভেম্বর) ভোর আনুমানিক ০৬:৩৫ মিনিটে ম্যান্ডেলা ভিউ থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে সংঘটিত হয়। এতে ৭ জন পুরুষ ও ৩ জন মহিলা নিহত হন। গুরুতর আহত ৬ জন, মাঝারি আহত ৫ জন এবং সামান্য আহত ১৯ জনসহ মোট আহতের সংখ্যা দাঁড়ায় ৩১ জন।

ফ্রি-স্টেট রোড ইনসিডেন্ট ম্যানেজমেন্টের চেয়ারপারসন সিফো তোয়া জানিয়েছেন, গুরুতর আহত ছয়জনসহ সকল আহতদের পেলোনোমি ট্রমা ইউনিটে নেওয়া হয়েছে।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!