ফরিদপুরের চরভদ্রাসনে সন্ত্রাসবিরোধী আইনে উপজেলা আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৪ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে তাদের আটক করা হয়। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—উপজেলা আওয়ামী লীগের সাবেক স্বেচ্ছাসেবকলীগ তথ্য, গবেষণা ও পাঠাগার বিষয়ক সম্পাদক মোঃ বাহাদুর চৌধুরী (৪৭) এবং যুবলীগ কর্মী কাজি আল সাবা (সোহেল) (৩০)।
চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান জানান, “সন্ত্রাসবিরোধী আইনে এই দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে এবং শনিবার আদালতে পাঠানো হয়েছে।”
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

