ইসলামিক ফোরাম অব আফ্রিকার মহিলা বিভাগের উদ্যোগে তৃতীয় কুরআন তালিম কোর্সের সমাপনী ও সম্মাননা প্রদান অনুষ্ঠান দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) জোহানেসবার্গের অদূরে রেটভ্লি জু পার্কে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফোরামের সভাপতি আলী আকবর এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি মো. মোশাররফ হোসাইন।
কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি আবুল কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠানে ঘাউটেং প্রভিন্সের সভাপতি মো. শরীফ উদ্দিন, লিম্পুফো প্রভিন্সের সহকারী তত্ত্বাবধায়ক আমিরুল ইসলাম, ঘাউটেং প্রভিন্সের সেক্রেটারি মোয়ারেফ হোসেন রতন, সমাজকল্যাণ সম্পাদক আব্দুল মতিনসহ মো. ইউসুফ, মাহবুবুর রহমান জিয়া, মোবারক হোসেন সুজন, মো. মহসিন ও রফিকুল ইসলাম আজাদ উপস্থিত ছিলেন।
মহিলা মুয়াল্লিমদের পরিচালনায় আয়োজিত অনলাইনভিত্তিক এই কুরআন তালিম কোর্সে দক্ষিণ আফ্রিকার বিভিন্ন শহর থেকে শতাধিক বাংলাদেশি নারী অংশগ্রহণ করেন। এর মধ্যে ২৮ জন সফলভাবে কোর্স সম্পন্ন করেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী নারীদের সম্মাননা স্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি উপস্থিত শিশুদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়।
একুশে সংবাদ/এ.জে