AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উপদেষ্টা রিজওয়ানার বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:১৮ পিএম, ১৬ নভেম্বর, ২০২৫

উপদেষ্টা রিজওয়ানার বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ

রাজধানীর সেন্ট্রাল রোড এলাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে। রোববার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক জাগো নিউজকে বলেন, রাত ৯টার দিকে উপদেষ্টা রিজওয়ানা হাসানের বাসার সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তে কাজ শুরু হয়েছে।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর কারওয়ান বাজার মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কেউ আহত হয়নি।

দিনের শুরুতে সকাল ৮টা ৪০ মিনিটে নিউ ইস্কাটন রোডের ওয়াক্ফ ভবনের সামনে ককটেল বিস্ফোরণে আবদুল বাসির (৫০) নামে এক পথচারী আহত হন।

শনিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে হাতিরঝিল মধুবাগ সেতুতে ককটেল বিস্ফোরণে একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। একই দিন রাত ৮টা ২০ মিনিটে আগারগাঁওয়ে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ভবনের সামনে আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। শেরেবাংলা নগর থানার ওসি ইমাউল হক জানান, মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে কেউ হতাহত হয়নি। আসামিদের শনাক্তে অভিযান চলছে।

সোমবার (১৭ নভেম্বর) জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারিক রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়কে ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের সম্ভাব্য নাশকতার আশঙ্কায় গত কয়েকদিন থেকে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা বাড়ছে।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!