কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রশংসনীয় এক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ দূতাবাস। বৈধ পথে রেমিট্যান্স প্রেরণকারীদের স্বীকৃতি জানাতে “রেমিট্যান্স পুরস্কার ২০২৫” প্রদান করবে দূতাবাস।
দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, “আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৫” ও “জাতীয় প্রবাসী দিবস ২০২৫” উপলক্ষে কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে বৈধভাবে রেমিট্যান্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার প্রদান করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যক্তি পর্যায়ে বৈধভাবে রেমিট্যান্স প্রেরণকারী দুইজন পুরুষ ও দুইজন নারী প্রবাসী এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে বৈধ পথে রেমিট্যান্স প্রেরণকারী দুইটি প্রতিষ্ঠানকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হবে।
এই পুরস্কার পেতে আগ্রহী প্রবাসীদের আগামী ৪ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে যে কোনো কর্মদিবসে সকাল ৮টা থেকে দুপুর ২টার মধ্যে বাংলাদেশ দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের (২ নম্বর কক্ষ) মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে।
আবেদন ফরম ও নীতিমালা দূতাবাসের ওয়েবসাইট https://kuwait.mofa.gov.bd, ফেসবুক পেজ (facebook.com/BDEmbKuwait) অথবা সরাসরি দূতাবাসের শ্রম কল্যাণ উইং থেকে সংগ্রহ করা যাবে।
দূতাবাসের এ উদ্যোগকে কুয়েতে প্রবাসী বাংলাদেশিরা প্রশংসা ও স্বাগত জানিয়েছেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

