কুয়েতের উপসাগরীয় রেল নেটওয়ার্ক প্রকল্পে নতুন মাইলফলক অর্জন হয়েছে। দেশটির প্রধান রেলওয়ে স্টেশনের নকশার প্রথম ধাপ সম্পন্ন হয়েছে। ২০৩০ সালের মধ্যে পুরো রেল সংযোগ চালু করার লক্ষ্য নিয়েছে কুয়েত সরকার।
জিসিসি (গালফ কোঅপারেশন কাউন্সিল) রেল প্রকল্পের অংশ হিসেবে কুয়েতের রেলপথ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (দুবাই), কাতার, বাহরাইন ও ওমানের সঙ্গে সংযুক্ত হবে।
কুয়েতের অর্থনৈতিক বিশ্লেষক আলী আল আনেজি জানিয়েছেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে উপসাগরীয় দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী হবে, আঞ্চলিক অর্থনীতি উন্নতি পাবে এবং কর্মসংস্থান বৃদ্ধি পাবে। পাশাপাশি যাত্রী ও পণ্য পরিবহন আরও দ্রুত ও সুবিধাজনক হবে।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, কুয়েত থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদ পর্যন্ত ট্রেন ঘণ্টায় সর্বোচ্চ ২৫০ কিলোমিটার গতিতে চলবে। কুয়েতের প্রধান যাত্রী স্টেশনটি নির্মিত হচ্ছে রাজধানী কুয়েত সিটি থেকে ২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সাদ্দাদিয়া এলাকায়। সেখান থেকে সৌদি সীমান্তবর্তী নওয়াইসিব পর্যন্ত ১১১ কিলোমিটার দীর্ঘ রেললাইন নির্মাণ কাজ চলছে।
কুয়েত ইতিমধ্যেই তুরস্কের একটি প্রতিষ্ঠানকে রেলওয়ে নির্মাণের চুক্তি দিয়েছে। পুরো উপসাগরীয় রেলওয়ে প্রকল্পটি ২০৩০ সালের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
একুশে সংবাদ/এ.জে
    
                        

                                        
                                            
                                                        
                            
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
												
												
												
												
												
												
												
												
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
