AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মালদ্বীপে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত


Ekushey Sangbad
ওমর ফারুক খোন্দকার (অনিক), মালদ্বীপ
০৫:০৩ পিএম, ১০ নভেম্বর, ২০২৫

মালদ্বীপে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মালদ্বীপে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৫। দিবসটি উপলক্ষে রোববার (৯ নভেম্বর) রাতে রাজধানী মালেতে যুবদলের উদ্যোগে স্থানীয় একটি রেস্টুরেন্টে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে যুবদলের অসংখ্য নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

মালদ্বীপ যুবদলের পদপ্রত্যাশী আব্দুল মান্নানের সঞ্চালনায় এবং আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মালদ্বীপ শাখার উপদেষ্টামণ্ডলীর সদস্য ফারুক হোসেন। বিশেষ অতিথি ছিলেন সাবেক মালদ্বীপ যুবদলের আহ্বায়ক আহমেদ কামাল।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন সাংবাদিক আল আমিন। এরপর ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে কেন তাৎপর্যপূর্ণ—সে বিষয়ে বক্তব্য রাখেন যুবদল নেতা হাজী আল আমিন, মাহবুব আলম, মনির হোসেন, জাহের মোল্লা, কাইয়ুম শিকদার এবং স্বেচ্ছাসেবক দলের নেতা হারুন রশিদ।

বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সব নেতাকর্মীকে দলীয় প্রাথমিক সদস্যপদ সংগ্রহের আহ্বান জানান। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বানও জানান তারা।

শেষে স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং তারেক রহমানের দেশে ফেরার জন্য দোয়া করা হয়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!