AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুয়েতে তিব্র গরমের পর অবশেষে স্বস্থির নিঃশ্বাস


Ekushey Sangbad
লুৎফুর রহমান, কুয়েত
০৫:১০ পিএম, ৯ নভেম্বর, ২০২৫

কুয়েতে তিব্র গরমের পর অবশেষে স্বস্থির নিঃশ্বাস

কুয়েতে টানা কয়েক মাসের তীব্র গরমের পর অবশেষে কিছুটা শীতের আগমন বইতে শুরু করেছে। দেশটিতে গত কয়েক মাস ধরে চলা তাপপ্রবাহ ও অসহনীয় গরমের পর এখন দেশজুড়ে আবহাওয়ায় স্বস্তির ছোঁয়া। স্থানীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই দিনের তাপমাত্রা কমতে শুরু করেছে।

গত কয়েক মাসে কুয়েতে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়, যা জনজীবনকে বিপর্যস্ত করে তোলে। বিশেষ করে নির্মাণ শ্রমিক, রাস্তায় কাজ করা কর্মী এবং খোলা আকাশের নিছে থাকা মানুষদের জন্য এই গরম ছিল অত্যন্ত কষ্টকর। এমনকি সরকারি নির্দেশনায় দুপুরের সময় বাইরে কাজ করার ওপর নিষেধাজ্ঞাও ও স্কুল কলেজে বন্ধ রেখেছিল দেশটির সরকার। 

আবহাওয়াবিদরা বলছেন, শীতের শুরুতে দিনের তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রির মধ্যে থাকলেও রাতের দিকে তা সহনশীল মাত্রায় নেমে এসেছে। বাতাসে আর্দ্রতার পরিমাণও কমতে শুরু হয়েছে ফলে বাইরে চলাচল অনেক সহজ ও আরামদায়ক হয়ে উঠেছে।মাজে মধ্য প্রকৃতিতে দেখা যাচ্ছে কুয়াশার আচ্ছন্নতা।

শীতের আগমন শুধু আবহাওয়ার পরিবর্তন নয়, বরং এটি কুয়েতের সামাজিক ও সাংস্কৃতিক জীবনে একটি গুরুত্বপূর্ণ সময়। এই সময়টিতে বিভিন্ন উৎসব, অনুষ্ঠান এবং পারিবারিক মিলনমেলা আয়োজন করা হয়। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতেও প্রাণচাঞ্চল্য ফিরে আসে।

সারা দিনের ক্লান্তি ভূলতে অনেকেই ছুটে যান সমুদ্র সৈকত ও বিভিন্ন বিনোদন কেন্দ্রে।তাছাড়াও পুরো ঠান্ডা সময় উপভোগ  করতে প্রস্তুত হচ্ছে আরবদের সংস্কৃতির ঐতিয্যের ধারক খেমার তৈরির কাজ।যাতে আরবিরা রাতের সময়টায় বিভিন্ন বিনোদনের আসর করে থাকেন।পরিবার পরিজন নিয়ে নিরিবিলি নিশী যাপন করেন।এই খেমাই জানান দেয় অনেকটাই আরবের শীতের আগমনী বার্তা।যা বহু বছরের পর বছর এমন কি যুগের পর যুগ ধরে চলে আসছে।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহে তাপমাত্রা আরো কমবে এবং নভেম্বরের  মাঝামাঝি থেকে শীতের পূর্বাভাস পাওয়া যাবে। তবে হঠাৎ করে বালুঝড় বা ধুলাবালি প্রবাহের সম্ভাবনা থাকায় সতর্ক থাকার পরামর্শও দেওয়া হয়েছে।

দীর্ঘ গরমের পর শরতের এই আগমন কুয়েতবাসীর জন্য যেন এক নতুন প্রাণের ছোঁয়া। এখন সবাই অপেক্ষায়, কখন পুরোপুরি শীতকাল শুরু হবে এবং প্রকৃতি আরো কোমল হয়ে উঠবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!