"একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্নার বাঁধন "এই স্লোগানকে সামনে রেখে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) রক্তদাতাদের সংগঠন বাঁধনের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) সকালে বাঁধন সিকৃবি বিভাগীয় জোন-৩ এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আনন্দ র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে থেকে প্রদক্ষিণ করে পুনরায় ছাত্র শিক্ষক কেন্দ্রের সামনে এসে শেষ হয়। এরপর সংগঠনের ১৩ বছর পূর্তি উপলক্ষে ছাত্র শিক্ষক কেন্দ্রের সামনে কেক কাটা হয়। কেক কাটা সম্পন্ন করে আলোচনা সভা ও "সামসুন্নাহার মিলি রক্তদাতা সম্মাননা ২০২৫ " প্রদান করা হয়।
আলোচনা সভায় সংগঠনটির সভাপতি জিহাদ হোসেনের সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সাজিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এ.টি.এম মাহবুব-ই-ইলাহী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. সামিউল আহসান তালুকদার এবং প্রক্টর অধ্যাপক ড. জসীম উদ্দীন আহমেদ। এ ছাড়া সংগঠনটির প্রায় শতাধিক সদস্য এবং বিভাগীয় জোন-৩ এর বিভিন্ন সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড আলিমুল ইসলাম বলেন " মানুষের কল্যাণ ও জীবন রক্ষার মহৎ কাজে সকলের এগিয়ে আসা প্রয়োজন। বাঁধনের সদস্যরা নিজে রক্তদান করার পাশাপাশি অন্যের জন্য রক্ত সংগ্রহ করে মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে যে নিঃস্বার্থ সেবা দিয়ে যাচ্ছে—তা সহমর্মিতা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। এ ধরনের স্বেচ্ছাসেবী কার্যক্রমকে আরও সম্প্রসারণের জন্য সদস্য সংখ্যা বৃদ্ধি ও কার্যক্রমের ডিজিটালাইজেশন অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যেই বাঁধন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ইউনিটের সদস্যদের অনুপ্রাণিত করতে পূবালী ব্যাংকের সহযোগিতায় শীঘ্রই ডিজিটাল ডেবিট কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যার মাধ্যমে সদস্য ও উপদেষ্টারা সহজে যেকোনো লেনদেন করতে পারবেন এবং কার্ড হারালেও ফিঙ্গারপ্রিন্ট ও ফেস রিকগনিশনের মতো আধুনিক নিরাপত্তা সুবিধা নিশ্চিত থাকবে। "
সংগঠনটির সভাপতি জিহাদ হোসেন বলেন “একের রক্ত অন্যের জীবন,রক্তই হোক আত্নার বাঁধন " স্লোগানকে ধারণ করে আমাদের সদস্যরা নিরলসভাবে মানবসেবায় কাজ করে যাচ্ছে। ব্যস্ততার মাঝেও স্বেচ্ছাসেবীদের দ্রুত উপস্থিতি প্রমাণ করে মানবতার জয় কখনো থেমে থাকে না। আমাদের ভাইস চ্যান্সেলর স্যার ও প্রশাসনের অব্যাহত সহযোগিতা পথচলাকে করেছে সহজ ও শক্তিশালী। প্রক্টর স্যার এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহায়তা কার্যক্রমকে আরও সুশৃঙ্খল ও নিরাপদ করেছে। ইউনিটের শিক্ষক-ছাত্র উপদেষ্টা ও সাবেক কর্মীদের প্রতি রয়েছে গভীর কৃতজ্ঞতা। আর বর্তমান কর্মীরাই আমাদের শক্তি—তাদের নিষ্ঠা ও মানবিকতায় আজকের আয়োজন সফল হয়েছে।"
মানুষের জীবন–মরণের সন্ধিক্ষণে রক্তের খুব প্রয়োজন হয়। এমন পরিস্থিতিতে প্রিয়জনের জন্য রক্তের ব্যবস্থা করতে অনেকে দিশেহারা হয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে মানুষ বাঁধনকে পাশে পায়।সংগঠনের সদস্যরা নিজেরা রক্তদান ও রক্তসংগ্রহ করে মুমূর্ষু রোগীর জীবন বাঁচায়—যা নিঃসন্দেহে পুণ্যের কাজ। এখন পর্যন্ত সংগঠনটি ১৩ বছরে বিনামূল্যে ৪৭৩৭ ব্যাগ রক্ত সরবরাহ করেছে এবং ২৫৩৪১ জনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে রক্তদানে উদ্বুদ্ধ করেছে।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

