রাজধানীর কারওয়ান বাজারে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেট্রো স্টেশনের নিচের অংশে এ বিস্ফোরণ ঘটে।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বলেন, দুর্বৃত্তরা এসে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বিস্ফোরণের স্থানটি তাদের থানার আওতাভুক্ত নয়; এটি তেজগাঁও থানার এলাকার মধ্যে পড়ে।
অন্যদিকে তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন বলেন, আমাদের থানার সীমানা বাংলামোটর থেকে ডানদিকে পড়লেও ঘটনাস্থল বামদিকে। যেখানে ককটেল বিস্ফোরণ ঘটেছে, সেটি কলাবাগান থানার অধিক্ষেত্রে পড়ে।
রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী ঘটনাটি তেজগাঁও থানার এলাকায় ঘটেছে, কলাবাগান থানার নয়। তবে যে থানার এলাকায়ই হোক, ঘটনাটি তদন্তে সব ইউনিট সমন্বিতভাবে কাজ করছে।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

