“গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭ বছর” প্রতিপাদ্যকে সামনে রেখে মালদ্বীপে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার (৮ নভেম্বর) রাতে রাজধানী মালের একটি রেস্টুরেন্টে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন যুব নেতা আফরানুল হক আশিক। সভাপতিত্ব করেন মালদ্বীপ যুবদলের প্রস্তাবিত আহ্বায়ক মো. হাসেম সরকার ও সদস্য সচিব মো. দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব নেতা মো. ফরহাদ হোসেন, মো. ইসমাইল হোসেন, মো. ছিদ্দিক, আমির রায়হান, আব্দদুর রহিম, মো. ইসলাম প্রমুখ। বক্তারা মালদ্বীপ যুবদলের এই আয়োজনকে উদাহরণস্বরূপ উল্লেখ করে বলেন, গোটা মালদ্বীপে যুবদলের মধ্যে ঐক্যের বিকল্প নেই। তারা শহীদ জিয়ার আদর্শে গড়া যুবদলকে দেশের গণতন্ত্র রক্ষা ও সার্বভৌমত্বের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।
সমাপ্তিতে সংগঠনের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. তাজুল ইসলাম।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

