ঘরোয়া লিগের পাঁচবারের চ্যাম্পিয়ন বাংলাদেশের বসুন্ধরা কিংস এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বের ম্যাচ খেলতে কুয়েতে পৌঁছেছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় ৭ বিদেশি খেলোয়াড় নিয়ে কুয়েতের বিমানবন্দরে পৌঁছালে বাংলাদেশী খেলোয়ারদের বরণ করে নেন ক্রীড়াপ্রেমী কুয়েত প্রবাসী বাংলাদেশিরা।
৩ ম্যাচ লিগে বসুন্ধরা কিংস পড়েছে ‘বি’গ্রুপে। স্বাগতিক কুয়েতের ক্লাব আল কুয়েত ছাড়া বাকি দুই দল– ওমানের ক্লাব আল সিব ও লেবাননের ক্লাব আল আনসার এফসি।
২৫ অক্টোবর স্থানীয় সময় বিকেল ৪টায় বসুন্ধরা কিংসের প্রথম ম্যাচে প্রতিপক্ষ ওমানের ক্লাব আল সিব। ২৮ অক্টোবর বসুন্ধরা কিংস নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে লেবাননের ক্লাব আল আনসারের বিপক্ষে।
৩১ অক্টোবর স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শেষ ম্যাচে বসুন্ধরা কিংস প্রতিপক্ষ স্বাগতিক আল কুয়েত দলের বিপক্ষে মাঠে নামবে। দেশটির সোলবিয়া খাত এলাকায় জাবের আল মুবারাক আল হামাদ স্টেডিয়ামে ম্যাচ ৩টি অনুষ্ঠিত হবে।
জয় দিয়ে শুরু করে প্রতিযোগিতা পূর্ণ ম্যাচ খেলবে বসুন্ধরা কিংস– এমনটাই প্রত্যাশা ক্রীড়াপ্রেমী কুয়েত প্রবাসীদের।
একুশে সংবাদ/এ.জে