চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাছান চৌধুরী বলেছেন, “খোদার কসম, সরকারের বরাদ্দকৃত একটি টাকাও আমার পেটে বা পকেটে ঢুকবে না।”
রবিবার রাতে আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের আমানউল্লাহ পাড়ায় আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে তিনি এ প্রতিশ্রুতি দেন। অধ্যাপক মাহমুদুল হাছান চৌধুরী বলেন, অতীতে অনেক প্রার্থী নির্বাচনের সময় নানা প্রতিশ্রুতি দিলেও নির্বাচিত হওয়ার পর জনগণের সঙ্গে সরাসরি দেখা করেননি। কিন্তু আমি জনগণের ভোটে নির্বাচিত হলে সরকারি বরাদ্দের প্রতিটি টাকা এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে ব্যয় করব।
তিনি আরও বলেন, “আমি রাজনীতি করি জনগণের সেবা করার জন্য, ব্যক্তিগত লাভের জন্য নয়। আনোয়ারা ও কর্ণফুলীর উন্নয়নই আমার মূল লক্ষ্য।”
উঠান বৈঠকে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় জামায়াত ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এসময় অধ্যাপক মাহমুদুল হাছান চৌধুরী শিক্ষা, কর্মসংস্থান ও অবকাঠামোগত উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনোয়ারা–কর্ণফুলীর ভোটারদের প্রতি আবেদন জানিয়ে বলেন, “দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করুন।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

