AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দক্ষিণ আফ্রিকায় বিদেশিদের ভয় ও হয়রানি বন্ধে হাইকোর্টের নির্দেশ


Ekushey Sangbad
মো.শরীফ উদ্দিন, দক্ষিণ আফ্রিকা
১১:১৯ এএম, ৬ নভেম্বর, ২০২৫

দক্ষিণ আফ্রিকায় বিদেশিদের ভয় ও হয়রানি বন্ধে হাইকোর্টের নির্দেশ

দক্ষিণ আফ্রিকার গৌতেং হাইকোর্ট এক যুগান্তকারী রায়ে বিদেশিদের ওপর হয়রানি বন্ধের নির্দেশ দিয়েছে।

মঙ্গলবার জোহানেসবার্গ হাইকোর্টের এই ঐতিহাসিক রায়ে ‘অপারেশন ডুডুলা’ নামের সংগঠনকে বিদেশিদের হয়রানি, ভয় দেখানো কিংবা জনসেবা—যেমন স্বাস্থ্য ও শিক্ষা—প্রাপ্তিতে বাধা দেওয়া, শারীরিক আক্রমণ বা নিপীড়ন থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের নির্দেশনায় বলা হয়, দক্ষিণ আফ্রিকার সংবিধান অনুযায়ী দেশে অবস্থানরত প্রত্যেক ব্যক্তির নিরাপত্তা ও মৌলিক মানবাধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব—সে স্থানীয় হোক বা বিদেশি নাগরিক। এই আদেশের মাধ্যমে আদালত স্পষ্ট করেছে, কোনো বেসরকারি সংগঠন আইন নিজের হাতে তুলে নিতে পারবে না।

রায়ে আরও বলা হয়, কোনো ব্যক্তি বা সংগঠন বিদেশি নাগরিকদের স্বাস্থ্যসেবা, শিক্ষা কিংবা মৌলিক অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না। একই সঙ্গে বিদেশিদের ভয় দেখানো, হয়রানি ও সহিংস আচরণ থেকেও বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

মানবাধিকার সংস্থাগুলো এ রায়কে দক্ষিণ আফ্রিকার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেছে। তারা বলছে, এটি বিদেশি নাগরিকদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষার পথে এক বড় পদক্ষেপ।

সাম্প্রতিক মাসগুলোতে জোহানেসবার্গসহ দক্ষিণ আফ্রিকার বিভিন্ন শহরে বিদেশি নাগরিকদের বিরুদ্ধে ‘অপারেশন ডুডুলা’র হামলা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছিল। এ নিয়ে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা উদ্বেগ প্রকাশ করেছিল।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!