উৎসবমুখর পরিবেশে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবেশবাদী সংগঠন গ্রীণ ভয়েসের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল অ্যাকাডেমিক ভবনের গগন হরকরা গ্যালারিতে এ আয়োজন করে সংগঠনটি।
অনুষ্ঠানে নবীন সদস্যদের ফুল, কলম ও বৃক্ষ উপহার দেওয়া হয়। এছাড়া সংগঠনটির পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি ইমতিয়াজ আহমেদ ইমনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. আরমিন খাতুন, সহকারী অধ্যাপক আরিফুর রহমান, সংগঠনটির কেন্দ্রীয় সমন্বয়ক আলমগীর কবির, খুলনা বিভাগীয় সমন্বয়ক আরিফুর রহমান, সাবেক সভাপতি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইবি শাখা আহ্বায়ক এস এম সুইটসহ শতাধিক সদস্য।
নবীনদের উদ্দেশ্যে সংগঠনটির সভাপতি ইমতিয়াজ আহাম্মেদ ইমন বলেন, গ্রীণ ভয়েস পরিবারের জন্য আজকের দিনটি একটি আনন্দঘন দিন। আমাদের সাথে আজ নতুন মুখ যুক্ত হয়েছে। গ্রীণ ভয়েস জন্মলগ্ন থেকেই পরিবেশ সচেতনতা, মানবিকতা ও ইতিবাচক সামাজিক পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি ছোট একটি উদ্যোগও বড় পরিবর্তনের সূচনা করতে পারে। আর সেই পরিবর্তনের যাত্রায় তোমরাই হবে আমাদের আগামী দিনের নেতৃত্ব।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

