AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৮৪ অবৈধ অভিবাসী আটক


Ekushey Sangbad
প্রবাস ডেস্ক
০৯:৫০ এএম, ৬ নভেম্বর, ২০২৫

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৮৪ অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান রাজ্যের নিলাই এলাকায় অবৈধভাবে কর্মরত ১৮৪ জন বিদেশি শ্রমিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।বুধবার (৫ নভেম্বর) সকালে পরিচালিত অভিযানে এসব শ্রমিককে আটক করা হয়।

রাজ্য ইমিগ্রেশন বিভাগের পরিচালক কেনিথ তান আই কিয়াং জানান, আটক ব্যক্তিদের মধ্যে ১৬৩ জন পুরুষ ও ২১ জন নারী রয়েছেন। তারা বাংলাদেশ, মিয়ানমার, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার নাগরিক, যাদের বয়স ২০ থেকে ৪৯ বছরের মধ্যে।

প্রায় চার ঘণ্টাব্যাপী অভিযানে মোট ২১৯ জন বিদেশি শ্রমিককে যাচাই করা হয়, যার মধ্যে ১৮৪ জনের বৈধ কাগজপত্র না থাকায় তাদের আটক করা হয়েছে।

কেনিথ তান জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। এতে দেখা যায়, অনেক শ্রমিক অনুমতি ছাড়া কাজ করছিলেন বা বৈধ কর্ম-অনুমোদনপত্র ছাড়া অবস্থান করছিলেন।
তিনি আরও বলেন, অভিযানকালে কিছু শ্রমিক বিদ্যুৎ সরবরাহ যন্ত্রের আড়ালে ও কারখানার পণ্যের স্তূপের মধ্যে লুকানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত সবাইকে গ্রেপ্তার করা হয়।

আটককৃতদের নেগেরি সেম্বিলানের লেংগেং অভিবাসন আটক কেন্দ্রে রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ তদন্ত চলছে।

ইমিগ্রেশন বিভাগ জানায়, এই অভিযান ছিল অবৈধ শ্রমিকবিরোধী চলমান জাতীয় অভিযানের অংশ, যার মাধ্যমে মালয়েশিয়ার শ্রমবাজারে অননুমোদিত বিদেশি শ্রমিকের সংখ্যা কমানোর লক্ষ্য নেওয়া হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!