AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইবিতে দিব্য স্মৃতি শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত


Ekushey Sangbad
ইবি প্রতিনিধি
০৭:০২ পিএম, ১০ নভেম্বর, ২০২৫

ইবিতে দিব্য স্মৃতি শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগে ‘দিব্য স্মৃতি শর্ট পিস ক্রিকেট’ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে এই টুর্নামেন্টের ফাইল খেলা অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের টিম এবং রানার-আপ হয়েছেন ২০২২-২৩ শিক্ষাবর্ষের টিম। এছাড়া ম্যান অফ দ্যা সিরিজ হয়েছেন ২০২২-২৩ শিক্ষাবর্ষের রাতুল এবং ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের সাকিব আসলাম।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এসময় বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা ও প্রভাষক হাবিবুর রহমানসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

জানা যায়, দুই দিনব্যাপী এই টুর্নামেন্টে অংশ নিয়েছে বিভাগটির বিভিন্ন বর্ষের ছয়টি দল। টুর্নামেন্টে মোট ৯টি ম্যাচ অনুষ্ঠিত হয়। এর মধ্যে গ্রুপ পর্বে ৬টি, সেমিফাইনালে ২টি এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা বলেন, দিব্যকে স্মরণ করে যে টুর্নামেন্ট সমাপ্ত হয়েছে এতে বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দিব্য‍‍`র প্রতি এক অন্যরকম অনুভূতি কাজ করবে। আমি চাই তোমরা এভাবে ঐক্যবদ্ধ থেকে নিজের মধ্যে সম্প্রীতি বজায় রাখো। আমরা বিভাগের শিক্ষক হিসেবে সহযোগিতা করব। তোমাদের ভালো কাজগুলো অব্যাহত থাকুক।

প্রসঙ্গত, দেবতোষ সরকার দিব্য বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। গত ৩০ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার স্মরণে বিভাগ থেকে শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!