ঢাকা মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৭ চৈত্র ১৪২৯

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. পডকাস্ট

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত নিহত


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:১৬ এএম, ৬ জানুয়ারি, ২০২৩
যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত নিহত

যুক্তরাষ্ট্রের বোস্টনের কেমব্রিজে পুলিশের গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত এক তরুণ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বোস্টন পুলিশ বিভাগের উদ্ধৃতি দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

 

নিহত ওই তরুণের নাম সৈয়দ আরিফ ফয়সাল এবং তার বয়স ২০ বছর। জানা গেছে, যুক্তরাষ্ট্রেই জন্ম ফয়সালের।

 

এদিকে, পুলিশের গুলিতে ফয়সাল নিহত হওয়ার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড প্রতিবাদ সমাবেশ করেছে এ ঘটনায়। দ্রুত ঘটনার তদন্ত করে বিচার দাবি করেন তারা। সংগঠনটির সামাজিক যোগাযোগ মাধ্যমেও ফয়সালের নিহতের বিষয়টি নিশ্চিত করে প্রতিবাদ জানানো হয়েছে।

 

আরিফ ফয়সাল দি ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস আমহার্স্টের শিক্ষার্থী ছিলেন বলেও জানান তারা।

 

একুশে সংবাদ/ক/এসএপি