AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাকসু ভোট শেষ, গণনার কাজ শুরু


Ekushey Sangbad
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চবি
০৫:২৩ পিএম, ১৫ অক্টোবর, ২০২৫

চাকসু ভোট শেষ, গণনার কাজ শুরু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ আজ শেষ হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯:৩০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা ভোটগ্রহণ শেষে এখন চলছে ফলাফল গণনার প্রক্রিয়া, যা দুই ধাপে সম্পন্ন হবে।

বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনের ভোটকেন্দ্রে ভোটাররা শান্তিপূর্ণভাবে তাদের ভোট প্রদান করেন। ২৬টি পদের জন্য ব্যালট ফিলাপের কারণে কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়। অনেক ভোটার দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার কারণে বিরক্তি প্রকাশ করলেও ভোটদানের আগ্রহে কোনো কমতি লক্ষ্য করা যায়নি।

তবে ছাত্রদল ও শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থীরা অমোচনীয় কালি ব্যবহারের কারণে ক্ষোভ প্রকাশ করেছেন এবং জাল ভোটের শঙ্কা ব্যক্ত করেছেন। তবে তারা সুষ্ঠু ভোট হলে ফলাফল মেনে নিয়ে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ছবিসহ ভোটার তালিকা থাকায় জাল ভোটের কোনো সম্ভাবনা নেই।

চাকসু ও হল সংসদ নির্বাচনে মোট ৯০৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চাকসুতে ৪১৫ জন এবং হল সংসদে ৪৯৩ জন। ২৪ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মোট ভোটার সংখ্যা ২৭,৫১৭ জন।

একুশে সংবাদ // র.ন

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!