রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আজ (বুধবার) সন্ধ্যা ৬টায় জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে জরুরি বৈঠক শুরু করছে। বৈঠকে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ইউনূস। সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নেতা ও কমিশনের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে বিকেল সাড়ে ৩টায় গণতন্ত্রমঞ্চ ও ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা পৃথকভাবে জরুরি বৈঠকে বসেছেন। ঐকমত্য কমিশনের একটি সূত্র জানায়, “জুলাই জাতীয় সনদ নিয়ে নানা বিতর্ক ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। দলগুলো সনদে স্বাক্ষর করবে কি করবে না, তা নিয়েও সংশয় দেখা দিয়েছে। সম্ভবত এই প্রেক্ষিতে কমিশন আজ দলগুলোর সঙ্গে বৈঠকে বসছে।”
জাতীয় ঐকমত্য কমিশন গতকাল রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই জাতীয় সনদের চূড়ান্ত অনুলিপি পাঠিয়েছে। এর আগে ১১ সেপ্টেম্বর খসড়া পাঠানো হয়েছিল, যা চূড়ান্ত আকারে কিছু ভাষাগত সংশোধনের পর পুনঃপ্রেরণ করা হলো। সনদে তিনটি ভাগ রয়েছে—প্রথমে পটভূমি, দ্বিতীয় ভাগে ৮৪টি সংস্কার প্রস্তাব, এবং তৃতীয় ভাগে সনদ বাস্তবায়নের সাত দফা অঙ্গীকারনামা।
আগামী শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদে স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস নেতৃত্ব দেবেন। ৩০টি রাজনৈতিক দল অনুষ্ঠানে অংশ নেবে এবং প্রতিটি দলের দুজন করে প্রতিনিধি সনদে স্বাক্ষর করবেন। বিএনপি, জামায়াত, এনসিপিসহ সকল দল ইতিমধ্যে তাদের প্রতিনিধি নাম কমিশনে পাঠিয়েছে।
জাতীয় ঐকমত্য কমিশন অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সংস্কার কমিশনের (সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন, পুলিশ ও বিচার বিভাগ সংস্কার) প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ ও ঐকমত্য গড়ে তোলার জন্য কাজ করে আসছে। কমিশন ৩০টি দলের সঙ্গে পর্যায়ক্রমে আলোচনার মাধ্যমে সংলাপ নিশ্চিত করেছে।
একুশে সংবাদ // র.ন