কুয়েতে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (কেসিসিআই) ও দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের নেতাদের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নতুন এই উদ্যোগে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও বিস্তৃত হতে পারে। কুয়েতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে এ সভা একটি ঐতিহাসিক মাইলফলক।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) কুয়েত সিটিতে অবস্থিত কুয়েত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি—কেসিসিআই ভবনে দুই দেশের শীর্ষ ব্যবসায়িক প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন কুয়েত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং কুয়েত বাণিজ্য মন্ত্রণালয়ের নেতা, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনের নেতা এবং কুয়েত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি—কেসিসিআইর সদস্য কুয়েত প্রবাসী বাংলাদেশিরা।
বৈঠকে বাংলাদেশকে বিনিয়োগবান্ধব দেশ হিসেবে পরিচিতি তুলে ধরার পাশাপাশি বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ, কৃষিপণ্য ও শিল্পজাত দ্রব্যসহ বিভিন্ন প্রস্তুতকারক ও রপ্তানিকারক খাতের সম্ভবনা তুলে ধরেন বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিরা।
২০১৬ সালে স্বাক্ষরিত প্রটোকলের মাধ্যমে বাংলাদেশ ও কুয়েত ব্যবসায়ীদের মধ্যে তথ্য বিনিময়, প্রদর্শনী আয়োজন এবং যৌথ উদ্যোগ নেওয়ার অঙ্গীকার করা হলেও সেটা তেমন ফল হয়নি দীর্ঘদিন। দুই দেশের এ বৈঠকের মধ্য দিয়ে নতুন সূচনা গড়তে চান বলে জানান কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।
একুশে সংবাদ/এ.জে