ওমানের দুকুম সিদরা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপের ৮ প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (৮ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রবাসী বাংলাদেশিদের বরাতে জানা যায়, মাছ ধরার কাজ শেষে ফেরার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে। ঘটনাস্থলেই কয়েকজন প্রাণ হারান, বাকিদের স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। নিহতদের মরদেহ বর্তমানে দুকুম হাসপাতালের মর্গে সংরক্ষিত রয়েছে।
সব নিহতের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নে। একই এলাকার সাত প্রবাসীর মৃত্যুতে পুরো গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় এক বাসিন্দা জানান, “নিহতদের মধ্যে অনেকেই পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন। এই খবরটা সহ্য করা অসম্ভব।”
ওমানে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা জানিয়েছেন, নিহতদের মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় স্থানীয় বাংলাদেশ দূতাবাসও প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলে জানা গেছে।
একুশে সংবাদ/এ.জে