AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাঘাইছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন: র‍্যালি ও সচেতনতামূলক আলোচনা সভা



বাঘাইছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন: র‍্যালি ও সচেতনতামূলক আলোচনা সভা

রাঙ্গামাটির বাঘাইছড়িতে বুধবার (১৫ অক্টোবর) বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। “হাত ধোয়ার নায়ক হোন” (‘Be a hand washing hero’) প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে কিশলয় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে র‍্যালি শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার বিদ্যালয়ের শ্রেণিকক্ষে মিলিত হয়।

আলোচনা সভার সভাপতিত্ব করেন কিশলয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনা আক্তার। প্রধান অতিথির পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়াস চাকমা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী রুশো খীশা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নুর আলম, উপজেলা শিক্ষা অফিসার সঞ্চায়ন চাকমা এবং বাঘাইছড়ি প্রেস ক্লাবের সভাপতি মোঃ আব্দুল মাবুদ।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি ও কর্মকর্তা- কর্মচারীরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, নিয়মিত ও সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে নানা সংক্রামক রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব। শিশুদের এই অভ্যাস পরিবার ও সমাজে ছড়িয়ে দেওয়ার জন্য সকলকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

প্রদর্শনী হিসেবে শিক্ষার্থীরা হাতে কলমে সঠিকভাবে হাত ধোয়ার পদ্ধতি দেখান, যা অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়ায়।

একুশে সংবাদ // র.ন

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!