সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলোকে নিরপেক্ষ, পেশাদার ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে পর্যবেক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর নির্বাচন কমিশন ভবনে দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রধান ও প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত সংলাপে সভাপতিত্ব করেন সিইসি। এতে অন্যান্য নির্বাচন কমিশনারসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে সিইসি বলেন,“আমরা জাতিকে একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই। নির্বাচন কমিশনের এজেন্ডা একটাই— একটি বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন। যত চ্যালেঞ্জই আসুক, এই দায়িত্ব আমরা পূরণ করতে বদ্ধপরিকর। আর এ কাজে আপনাদের সহযোগিতা অপরিহার্য।”
তিনি বলেন, যথাযথ পর্যবেক্ষণ ভোটার, রাজনৈতিক দল ও আন্তর্জাতিক মহলে আস্থা তৈরি করবে, যা নির্বাচনের গ্রহণযোগ্যতা বাড়াবে।
পর্যবেক্ষক সংস্থাগুলোকে সতর্ক করে সিইসি বলেন,“আপনাদের নিয়োগ করা কর্মীরা যেন কোনোভাবেই পক্ষপাতদুষ্ট না হন। রাজনৈতিকভাবে প্রভাবিত পর্যবেক্ষণ পুরো ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নষ্ট করতে পারে। বিশেষ করে তরুণ সংগঠন বা নতুন সংস্থাগুলোকে পর্যবেক্ষক বাছাইয়ে আরও সতর্ক থাকতে হবে।”
পর্যবেক্ষকদের এখতিয়ার স্পষ্ট করে সিইসি বলেন,“অবজারভারদের কাজ হলো পর্যবেক্ষণ করা, হস্তক্ষেপ করা নয়। আপনারা কাউকে প্রভাবিত করতে পারবেন না, কাউকে লাইনে দাঁড় করাতে পারবেন না। আপনারা শুধু দেখবেন, নথিবদ্ধ করবেন এবং যথাসময়ে পরামর্শ দেবেন।”
তিনি আরও বলেন, পর্যবেক্ষকদের প্রতিবেদন হতে হবে নিরপেক্ষ, পেশাদার ও বাস্তবতার প্রতিফলন— যা ভবিষ্যতে নির্বাচন প্রক্রিয়া উন্নয়নে সহায়ক হবে। দেশের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা বিবেচনায় রেখে দায়িত্বশীল রিপোর্টিং করার আহ্বান জানান তিনি।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

