বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের যৌথ বাহিনীর চিফস অব স্টাফ কমিটির (সিজেসিসি) চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা।
শনিবার রাতে রাজধানীর রাষ্ট্র অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, বাণিজ্যিক সহযোগিতা ও প্রতিরক্ষা সংলাপ আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে উভয় পক্ষ দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা রক্ষার প্রয়োজনীয়তা এবং তথ্য বিভ্রান্তি রোধে আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।
জেনারেল মির্জা বলেন, “বাংলাদেশ ও পাকিস্তানের ঐতিহাসিক বন্ধন ভবিষ্যতে পারস্পরিক সমর্থনের নতুন দিগন্ত খুলে দিতে পারে।” তিনি জানান, করাচি–চট্টগ্রাম সমুদ্রপথ চালু রয়েছে এবং আগামী কয়েক মাসের মধ্যে ঢাকা–করাচি আকাশপথও পুনরায় চালু করা হবে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস বৈশ্বিক পর্যায়ে ভুয়া তথ্য ও অপপ্রচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্যের বিস্তার অনেক সময় অস্থিতিশীলতা তৈরি করছে, যা রোধে যৌথ আন্তর্জাতিক পদক্ষেপ প্রয়োজন।”
বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ এবং পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার উপস্থিত ছিলেন।
জেনারেল মির্জার এই সফরকে দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের অংশ হিসেবে দেখা হচ্ছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

