জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শ্রীমঙ্গল শহরের সোনার বাংলা রোড ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম লিয়াকত। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে তিনি শ্রীমঙ্গল থানায় অনলাইনে এই জিডি করেছেন। জিডি নং: ৩৫৬, তারিখ: ০৬/১১/২০২৫।
জিডিতে আশরাফুল ইসলাম লিয়াকত উল্লেখ করেছেন, "আমি গত ২৭ আগস্ট সোনার বাংলা রোডে মাদকবিরোধী সমাবেশে মাদক কারবারি ও মাদকের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলাম। এই বক্তব্যের জের ধরে গত ২২ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার সময় শ্রীমঙ্গল শহরের পরিত্যক্ত চিত্রালী সিনেমা হলের সামনে হঠাৎ আমার পথরোধ করে আমাকে এবং আমার পরিবারের সদস্যদের হত্যা করবে বলে প্রকাশ্যে হুমকি দেয় সোনার বাংলা রোডের আব্দুল কুদ্দুসের ছেলে স্বপন মিয়া।
এসময় উপস্থিত ছিলেন সিএনজি চালক তাজ মিয়া এবং রুহুল আমিন। এ ঘটনার পর থেকে আমি চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছি। আমি আশঙ্কা করছি, উক্ত ব্যক্তির দ্বারা আমার বড় ধরনের ক্ষতি হতে পারে। তাই ভবিষ্যত নিরাপত্তার জন্য শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।"
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

