AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রূপগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে হাইব্রিড ধান বীজ ও সার বিতরণ



রূপগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে হাইব্রিড ধান বীজ ও সার বিতরণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বোরো ধান (উফশী) ও হাইব্রিড ধানের বীজ এবং সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। আবাদ সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি সম্প্রসারণ বিভাগ এ কর্মসূচি গ্রহণ করেছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পূর্বাচল রাজস্ব সার্কেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদ আল সোহন।

উপজেলা কৃষি কর্মকর্তা আফরোজা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা আফরিন আক্তার ফারিয়া, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা।

উপজেলা কৃষি কর্মকর্তা আফরোজা সুলতানা জানান, ২০২৫–২৬ অর্থবছরের রবি মৌসুমের প্রণোদনার আওতায় রূপগঞ্জের ৫০০ জন কৃষককে উফশী জাতের (ব্রি ধান-৭৪, ৮৮, ৮৯, ১২ ও ১০২) ৫ কেজি করে বীজ প্রদান করা হবে। পাশাপাশি প্রতিজন কৃষক ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার পাবেন।

এছাড়া, উপজেলার আরও ২০০ কৃষকের মধ্যে জন প্রতি ২ কেজি করে হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হবে। এতে রূপগঞ্জ অঞ্চলে বোরো আবাদ বৃদ্ধি পাবে এবং কৃষকদের উৎপাদন আরও বেগবান হবে বলে জানান কৃষি কর্মকর্তা।

সরকার ঘোষিত কৃষি প্রণোদনার এ উদ্যোগ স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে। উপকারভোগীরা জানান, বিনামূল্যের বীজ ও সার পাওয়ায় উৎপাদন খরচ কমবে এবং মৌসুমি ধান উৎপাদনে সহায়ক হবে।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!