বগুড়ার আদমদিঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন থেকে দুই মাদক কারবারিকে ৪ কেজি গাঁজাসহ আটক করেছে স্থানীয় ছাত্র জনতা। মঙ্গলবার দুপুরে একটি লোকাল ট্রেন থেকে নামার সময় সন্দেহ হওয়ায় স্থানীয়রা তাদের ধরে রেলওয়ে পুলিশের কাছে সোপর্দ করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— রাশেদুল ইসলাম (৩৫), লালমনিরহাট জেলার দুরাকুটি গ্রামের জমির উদ্দিনের ছেলে এবং আমিনুল ইসলাম (৩৩), একই জেলার শ্বাশান কলোনীর মৃত আনিছ আলীর ছেলে। গাঁজাসহ তারা স্কুল ব্যাগে কসটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ধরা পড়েছিল।
নবম শ্রেণির ছাত্র আমিনুল ইসলাম বলেন, “স্কুলের বার্ষিক পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে আমরা দেখেছি একজন ট্রেন থেকে নেমে দৌঁড়ে পালানোর চেষ্টা করছে। সন্দেহ হলে বন্ধুরা মিলে তাকে আটক করি। পরে তাদের ব্যাগ থেকে গাঁজা উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করি।”
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি হাবিবুর রহমান হাবিব ছাত্র জনতা কে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা দীর্ঘদিন ধরে ট্রেনযোগে বিভিন্ন এলাকায় গাঁজা বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত গাঁজাসহ দুই মাদক কারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বিকেলে তাদের বগুড়া জেলা জেল হাজতে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

