আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে দিনব্যাপী সংলাপে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে শুরু হওয়া এই সংলাপে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন পর্যবেক্ষকদের ইসির সহযোগী হিসেবে কাজ করার আহ্বান জানান।
উদ্বোধনী বক্তব্যে সিইসি বলেন, জাতিকে একটি সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যেই তাদের সব প্রচেষ্টা। তিনি স্বীকার করেন, অতীতের ভুল-ভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে কমিশন সামনে এগিয়ে যেতে চায়। তাঁর বক্তৃতায় তিনি বলেন, “আমাদের লক্ষ্য একটাই—একটি ক্রেডিবল নির্বাচন আয়োজন করা। ভালো নির্বাচন আয়োজন আমাদের দায়িত্ব; আর ভালো নির্বাচনের জন্য সবার সহযোগিতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
সিইসি ভোটের মাঠে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পর্যবেক্ষকদের সক্রিয় ভূমিকা কামনা করেন। তিনি পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতি দুটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেন—
১. নতুন পর্যবেক্ষক সংস্থাগুলোকে যথাযথ প্রশিক্ষণ প্রদান,
২. পর্যবেক্ষক হিসেবে যাদের মাঠে পাঠানো হবে, তারা যেন কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত না থাকেন—এ বিষয়ে কঠোর সতর্কতা।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

