AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চট্টগ্রামে বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ: অপরাধীদের গ্রেপ্তারে নির্দেশ প্রধান উপদেষ্টার


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:০৫ এএম, ৬ নভেম্বর, ২০২৫

চট্টগ্রামে বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ: অপরাধীদের গ্রেপ্তারে নির্দেশ প্রধান উপদেষ্টার

চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গণসংযোগকালে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।একই সঙ্গে দ্রুত অপরাধীদের শনাক্ত, গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বুধবার (৫ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “চট্টগ্রাম-৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণায় সহিংস হামলার ঘটনায় সরকার গভীর উদ্বেগ প্রকাশ করছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, তিনি এই হামলার মূল লক্ষ্য ছিলেন না; বিক্ষিপ্তভাবে ছোড়া একটি গুলি তার শরীরে আঘাত হানে।”

সরকার এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে এবং আহত প্রার্থীর দ্রুত আরোগ্য কামনা করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণকারী সকল প্রার্থী ও নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। রাজনৈতিক সহিংসতা ও ভীতি প্রদর্শনের কোনো স্থান দেশে নেই। সিএমপি ইতোমধ্যে হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।”

সরকার সকল রাজনৈতিক দল ও তাদের সমর্থকদের শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছে। পাশাপাশি ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন যেন শান্তিপূর্ণ, মর্যাদাপূর্ণ ও ন্যায্য পরিবেশে অনুষ্ঠিত হয়, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!