AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে মাইলফলক: সিইসি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:০৬ পিএম, ৯ নভেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে মাইলফলক: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে এক মাইলফলক হয়ে থাকবে।

রোববার (৯ নভেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে আমাদের জন্য একটি মাইলফলক। একদিকে সারা বিশ্বের নজর বাংলাদেশের নির্বাচনের দিকে, অন্যদিকে দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য। বিশেষ করে তরুণ প্রজন্ম, যারা প্রথমবার ভোট দেবেন, তাদের আগ্রহ আমাদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক।”

সিইসি বলেন, “আপনার ভোট আপনার শক্তি। নিজে ভোটাধিকার প্রয়োগ করুন এবং অন্যকেও ভোটদানে উৎসাহিত করুন।”

এসময় অন্যান্য নির্বাচন কমিশনাররাও আসন্ন নির্বাচনে অংশগ্রহণ, আচরণবিধি মেনে চলা ও ভুয়া তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান জানান।

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, “প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী প্রথমবারের মতো প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন আন্তরিকভাবে কাজ করছে। সবার সহযোগিতায় এ উদ্যোগ সফল হবে বলে আশা করছি।”

নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ সতর্ক করে বলেন, “নির্বাচনকালীন একটি ভুল বা বিভ্রান্তিকর তথ্য সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট করতে পারে। তাই অন্ধভাবে কোনো খবর বিশ্বাস না করে সত্য উৎস থেকে যাচাই করতে হবে।”

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “প্রত্যেক প্রার্থী ও রাজনৈতিক দলের প্রতি অনুরোধ, আচরণবিধি কঠোরভাবে মেনে চলুন।”

অন্যদিকে কমিশনার বেগম তাহমিদা আহমেদ বলেন, “ভোট অবশ্যই নারী-পুরুষ উভয়ের জন্য সমানভাবে নিরাপদ ও জেন্ডারবান্ধব হতে হবে। কাউকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা যাবে না।”

ইসি সচিব আখতার আহমেদ বলেন, “ভোট একটি সমন্বিত প্রক্রিয়া, যেখানে সবার সহযোগিতা প্রয়োজন। আমরা জাতিকে একটি ভালো নির্বাচন উপহার দিতে অঙ্গীকারবদ্ধ।”

ইসি সূত্র জানায়, আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণের পরিকল্পনা করছে কমিশন। এ লক্ষ্যে সব প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!