AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দেশি ৮১ পর্যবেক্ষক সংস্থার সঙ্গে ইসির সংলাপ আজ


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৯:১৩ এএম, ২৫ নভেম্বর, ২০২৫

দেশি ৮১ পর্যবেক্ষক সংস্থার  সঙ্গে ইসির সংলাপ আজ

আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশীয় ৮১টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ও বিকেল—দুই পর্বে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সংলাপ অনুষ্ঠিত হবে।

এরআগে সোমবার (২৪ নভেম্বর) ইসি সচিবালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) ও বিকল্প তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. আশাদুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, ইসির চলমান সংলাপ কর্মসূচির অংশ হিসেবে নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলোর সুচিন্তিত মতামত ও পরামর্শ গ্রহণের উদ্দেশ্যে মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে প্রথম পর্বে ৪০টি এবং দুপুর ২টা থেকে দ্বিতীয় পর্বে ৪১টি সংস্থার সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হবে।

আশাদুল হক আরও জানান, প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংলাপে অন্যান্য নির্বাচন কমিশনার এবং ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও যথাযথভাবে সম্পাদনের লক্ষ্য নিয়ে এরই মধ্যে রাজনৈতিক দল, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, নাগরিক সমাজ, সাংবাদিক, নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেত্রীসহ সংশ্লিষ্ট নানা পক্ষের সঙ্গে মতবিনিময় করেছে ইসি। এর অংশ হিসেবে গত ১৩, ১৬, ১৭ ও ১৯ নভেম্বর—দুই দফায় মোট ৪৭টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!