দুই দশকের বিরতির পর আজ বাংলাদেশ ও পাকিস্তানের যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) নবম বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
সোমবার (২৭ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে বৈঠক শুরু হয়।
বাংলাদেশের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধি দল এবং পাকিস্তান থেকে জ্বালানি মন্ত্রী আলী পারভেজ মালিক নেতৃত্বে ১৪ সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করছে।
বৈঠকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ সুরক্ষা, কৃষি, ব্যাংকিং ও আর্থিক সেবা, জ্বালানি খাতের সহযোগিতা এবং শিক্ষা ও প্রযুক্তি ক্ষেত্রে। বৈঠক শেষে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনাও রয়েছে।
এর আগে, বাংলাদেশ সর্বশেষ ২০০৫ সালে পাকিস্তানের সঙ্গে যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকে অংশগ্রহণ করেছিল।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

